মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ - ০৯:০৭
শিয়া-সুন্নি বিরোধ সৃষ্টি করা ঔপনিবেশিক শক্তিগুলোর পুরনো স্বপ্ন: ইরানের সুন্নি আলেম

ইরানের সানানদাজ শহরের অস্থায়ী জুমার ইমাম মাওলানা মামুস্তা মোহাম্মদ আমিন রাসতী বলেছেন, শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ ও সংঘাত সৃষ্টি করা বৈশ্বিক সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তিগুলোর এক পুরনো স্বপ্ন। নিঃসন্দেহে তারা তাদের এই শয়তানি উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ করতেও পিছপা হবে না।

হাওজা নিউজ এজেন্সি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মাওলানা মামুস্তা রাসতী বলেন, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রখ্যাত আলেম ও সমাজনেতা মাওলানা কামাল সালাহজাহিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই মহান আলেমের শাহাদাত প্রমাণ করে যে, এই হত্যাকাণ্ড ছিল ইসলামবিরোধী শক্তি, বৈশ্বিক ঔপনিবেশিকতা ও শিশু-হত্যাকারী জায়নিস্ট শাসনের দোসরদের একটি ষড়যন্ত্র। তারা একদিকে ইসলামের মূল আদর্শের বিরোধী, আরেকদিকে মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।

মাওলানা রাসতী বলেন, শত্রুরা এই ধরনের নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী মাযহাবগুলোর মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করতে চায়, যাতে শিয়া ও সুন্নি মুসলমানদের মুখোমুখি দাঁড় করানো যায়। কিন্তু এই ভূমির ইতিহাস সাক্ষ্য দেয় যে, এমন ষড়যন্ত্র অতীতে সফল হয়নি এবং ভবিষ্যতেও কোনোদিন সফল হবে না।

তিনি আরও বলেন, এই বাস্তবতাকে উপলব্ধি করে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং শত্রুর কঠিন ও সূক্ষ্ম উভয় ধরনের ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। আমাদের উচিত নয় কোনো অবস্থাতেই ধর্মীয় চরমপন্থা বা র‍্যাডিকাল চিন্তাধারার ফাঁদে পড়া। কারণ ইসলাম এমন একটি মহান ধর্ম, যেখানে সব মুসলমান সমান মর্যাদাসম্পন্ন এবং একে অপরের ভাই।

মাওলানা মামুস্তা রাসতী বলেন, শিয়া ও সুন্নি ভাইয়েরা শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের বিভিন্ন প্রদেশে সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের সঙ্গে পাশাপাশি বসবাস করে আসছেন। এখনো এই সহাবস্থান দেশের ঐক্য ও স্থিতিশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু শত্রুরা— বিশেষ করে জায়নিস্ট শাসন ও কিছু আঞ্চলিক দেশ— তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে এই অনন্য ঐক্যকে ক্ষুণ্ন করতে চায়।

তিনি আরও বলেন, শত্রুর লক্ষ্য হলো ইসলামী সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা, যাতে মুসলমানরা একে অপরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়ে এবং ইসলামের প্রকৃত শক্তি দুর্বল হয়ে যায়। এই কারণে শত্রুরা বিভিন্ন উপায়ে জাতিগত, সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিভাজন উস্কে দিচ্ছে।

মাওলানা রাসতী বলেন, শিয়া-সুন্নি বিরোধ সৃষ্টি করা ছিল এবং এখনো রয়েছে বৈশ্বিক সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তিগুলোর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তারা তাদের এই শয়তানি ইচ্ছা পূরণে কোনো অপরাধ বা নৃশংসতা করতেও দ্বিধা করবে না।

তিনি শেষে বলেন, একজন সচেতন ও ধর্মজ্ঞ মুসলমান হলেন সেই ব্যক্তি, যিনি সঠিক সময়ে শত্রুর ষড়যন্ত্র ও ফাঁদ চিনে ফেলতে পারেন এবং তা নস্যাৎ করতে সক্রিয় ভূমিকা পালন করেন। এই প্রেক্ষাপটে শিয়া ও সুন্নি আলেমদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও ঐতিহাসিক। তাঁদের ঐক্যবদ্ধ অবস্থানই পারে ইসলাম ও মুসলমানদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করতে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha